আশীষ জে শিরধনকার
মারাঠওয়াদা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই ডিগ্রী, বিআইটিএস, পিলানী থেকে এম.এস ডিগ্রী এবং পুণে বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি ডিগ্রী পেয়েছেন। ই-গভর্নেন্সের ক্ষেত্রে ২৫ বছরের অভিজ্ঞতা এবং বিচার বিভাগে প্রযুক্তি বাস্তবায়নে তার ২২ বছরের অভিজ্ঞতা আছে ।
• তিনি ১৯৯৪ সালে ন্যাশন্যাল ইনফরমাটিক সেন্টারে বিজ্ঞান আধিকারিক / ইঞ্জিনিয়ার “এসবি” হিসাবে যোগদান করেন। তিনি লাতুরের জেলা তথ্য কর্মকর্তা, নান্দেদ এর জেলা তথ্য কর্মকর্তা এবং পুনের জাতীয় তথ্য বিজ্ঞান কেন্দ্রের ব্যবস্থাপক হিসাবে কাজ করেন।। ১৯৯৮ সালে নান্দেদ জেলা ও দায়রা আদালতে ডিসিআইএস(DCIS) বাস্তবায়ন করেন।
• তিনি ২০০৫ সালে মহারাষ্ট্রের আদালতগুলিতে ওপেন সোর্স প্রযুক্তি ব্যবহার করে কেস ইনফর্মেশন সিষ্টেম এর সূত্রপাত করেন।
• তিনি জাতীয় তথ্য বিজ্ঞান কেন্দ্র, এসডিইউ, পুনেতে ই-কোর্ট প্রকল্পের প্রধান।