Close

    গুরুত্বপূর্ণ অর্জনসমূহ

    ই-আদালত প্রকল্পের অধীনে তাৎপর্য্যপূর্ণ সফলতার প্রাপ্তি
    • বিশ্বব্যাপি মামলা সম্পর্কিত তথ্য ও ব্যবস্থাপনা বাস্তবায়নে বৃহত্তর [FOSS] ফ্রি এন্ড ওপেন সোর্স সফটওয়্যার এর উন্নয়ন। FOSS এর উপর ভিত্তি করে এই কর্মকাণ্ডে সারা দেশে লাইসেন্স ফী ও রক্ষনাবেক্ষন খরচাদিতে (পুনরাবৃত্তি খরছ ব্যতিরেকে) মোট ৩৪০ কোটি (3400 মিলিয়ন ) আনুমানিক সঞ্চয় হয়েছে।
    • ভারতের সব জেলা ও নিম্ন আদালতগুলোতে ‘CIS National Core V 3.2’ সফ্টওয়ার এর মাধ্যমে ‘ Common Case Management ও Information system’ চালু করা হয়েছে।
    • ভারতের ২২ টি উচ্চ আদালতে ‘CIS National Core V 1.0’ নিয়ম ‘Case Management ও Information System’ অর্থাৎ মামলা পরিচালনা এবং তথ্য প্রণালী এর ক্ষেত্রে কার্যকরী করা হয়েছে।
    • বর্তমান সময়ে ভারতের অনলাইন এর মাধ্যমে ৩২৫৬ টি আদালতে তথ্য ভিত্তিক কর্মকান্ড চলছে।
    • সারা দেশে ৬৮৮ টি জিলা আদালতে নিজস্ব ওয়েবসাইট চালু আছে।
    • NJDG (ন্যাশনাল জুডিশিয়াল ডাটা গ্রিড) এর মাধ্যমে দেশের সব জিলা ও তালুকা আদালত গুলি মোট ১৩.৬০ কোটি (১৩৬০ মিলিয়ন) (চালু মামলা ও নিষ্পত্তি সংক্রান্ত বিষয়াদি ) তথ্য নিয়ে কাজ করছে।
    • মোট ৩.৩৮ কোটি (৩৩৮ মিলিয়ন)মামলা (চালু) ও ১২.৪৯ কোটি (১২৪৯ মিলিয়ন) মামলায় ভারতের বিভিন্ন উচ্চ আদালতগুলিতে অনলাইন এর মাধ্যমে অর্ডার ও রায় জানা যাওয়ার ব্যবস্থা বর্তমান আছে।
    • মোট ৪.৫৪ মিলিয়ন এন্ড্রোয়েড ব্যবহারকারীগণ ‘মোবাইল অ্যাপ’ ডাউনলোড করে ফেলেছে ‘ই-কমিটি এর সহযোগিতায়।