Close

    ভিডিও কনফারেন্স

    ই-কমিটির মাননীয় চেয়ারপারসন গত এপ্রিল মাস ২০২০ ইং তে, একটি সাব-কমিটি গঠন করেছেন উচ্চ আদালতের পাঁচ জন অভিজ্ঞ বিচারপতিকে দিয়ে আদালতের ভিডিও কনফারেন্সিঙ বাস্তবায়নে খসড়া নিয়মনীতি রচনা করার জন্য। এতদনুযায়ী উচ্চ আদালতগুলি থেকে যথাযথ পরামর্শ পাওয়ার পর তাহা মেনে আদালতে ভিডিও কনফারেন্স করার নির্দিষ্ট নিয়মনীতি তৈরী করে সংশ্লিষ্ট সমস্ত উচ্চ আদালতগুলিতে প্রেরণ করা হয় প্রয়োগ করার জন্য।

    আদালতের ভিডিও কনফারেন্স করার খসড়া নিয়মাবলী