Close

    কুন্তল শর্মা পাঠক

    Kuntal Sharma Pathak
    • ইমেল: mp-ecommittee[at]aij[dot]gov[dot]in
    • উপাধি: মেম্বার (প্রসেস)

    শ্রী কুন্তল শর্মা পাঠক আসাম জুডিশিয়াল সার্ভিসের ডিস্ট্রিক্ট পদমর্যাদার একজন কর্মকর্তা। তিনি ২০০৪ সালে চাকরিতে যোগ দেন। আসাম রাজ্যের বিভিন্ন জেলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিভিল জজ সিনিয়র ডিভিশন, এডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশন্স জজ হিসেবে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রশাসনিক ক্ষেত্রেও বিভিন্ন পদে কাজ করেছেন, যেমন জয়েন্ট রেজিস্ট্রার (PM&P) /CPC, রেজিস্ট্রার (অ্যাডমিনিস্ট্রেশন), গৌহাটি হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির রেজিস্ট্রার-কাম-প্রিন্সিপাল সেক্রেটারি। তিনি লিগাল রিমেমব্রেনসার & সেক্রেটারি টু গভর্নমেন্ট অফ আসাম, জুডিশিয়াল ডিপার্টমেন্ট পদেও নিযুক্ত ছিলেন।, তিনি ৯ই আগস্ট ২০২৩ তারিখে ভারতের সুপ্রিম কোর্টের ই-কমিটির মেম্বার (প্রসেস) পদে যোগদান করেন।